শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অদম্য মেধাবীদের কথা অন্যের বাড়িতে কাজ করে জিপিএ-৫ পেল রুনা

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের তাসেরপাড়া গ্রামের হতদরিদ্র আব্দুর রশিদ ও আকতারা বানুর কন্যা মোছাঃ রুনা আক্তার মানুষের বাড়িতে কাজ করে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় ময়দানদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। গরীব ঘরের সন্তান মেধাবী ছাত্রী রুনা আক্তার পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে নিজের ও সংসারের ভাগ্যের পরিবর্তন করতে চায়। এ জন্য তার একটু সাহায্য সহযোগিতার দরকার। এ ব্যাপারে কথা হয় ময়দানদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন হোসেনের সাথে। তিনি বলেন, রুনা গরীব ঘরের সন্তান। তাকে আমাদের স্কুল থেকে সুযোগ-সুবিধা দিয়ে পড়াশোনা করিয়েছি। সে অত্যন্ত মেধাবী ছাত্র। একটু সুযোগ- সুবিধা পেলে হয়তো সে আরো ভাল ফলাফল করতে পারবে। এ জন্য তার পিতা মেয়ের পড়াশোনার জন্য সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের সহযোগিতা চেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন