শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রীপুরে আড়াই কোটি টাকার জমি দখল করে স্থাপনা নির্মাণ

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

শ্রীপুর উপজেলার কাওরাইদে জমিদার কালি নারায়ণ রায় এর কাচারী বাড়িসহ কাওরাইদ ইউনিয়ন ভূমি অফিসের প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি জবর দখল হয়ে গেছে। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, কাওরাইদ বাজারের পাশে সুতিয়া নদীর তীর ঘেঁষে জমিদার কালি নারায়ণ রায় ১.২৮ একর জমিতে গড়ে তুলেছিলেন ব্রাহ্ম মন্দির ও কাচারী বাড়ি। কাচারী বাড়ির পাশেই ছিল তহসিল অফিস। প্রায় ৩০ বছর পূর্বে তহসিল অফিসটি প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হওয়ার পর কাচারী বাড়িতেই চলতে থাকে ভূমি অফিসের কার্যক্রম। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাচারী বাড়িসহ ভূমি অফিসের ১.২৮ একর জমি প্রকাশ্যে জবর দখলের উৎসবে মেতেছে সরকার দলীয় নেতাকর্মীরা। এতে অবৈধ দখলে চলে গেছে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি। জবর দখলকারীরা গড়ে তুলছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। স্থানীয় লোকজন জানায়, সরকারি জমি জবর দখলে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি জড়িত রয়েছে। সূত্রমতে, এসএ ও আরএস ১নং খতিয়ানভুক্ত এস এ ১৯৩, ১৯৪, ২৮৩, ২৮৪, আর এস ১২৯৪, ১২১৬, ১২৩৩, ১২৩৫, ১৪৪৭ দাগের ১.২৮ একর জমি সরকারি খাস ভূমি। গত এক সপ্তাহ ধরে প্রভাবশালীরা জমিদারদের কাচারী বাড়ির ঐতিহ্য বিলীন করে মূল্যবান সরকারি সম্পত্তি জবর দখল করে নেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও অতুল প্রসাদ সেনের স্মৃতি বিজড়িত এ ভূমি খ-টি জবর দখল হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করছে এলাকাবাসী। এ ব্যাপারে কাওরাইদ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আ: রশিদ সরকার জানান, তিনি পরিস্থিতির শিকার। ইতিমধ্যেই জবর দখলকারীর তালিকা প্রেরণ করা হয়েছে। বর্তমানে যারা জবর দখল করছে তাদেরও তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। প্রশাসন ব্যবস্থা না নিলে এ বিষয়ে আমার কিছুই করার নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস জানান, সরকারি জমি জবর দখল হচ্ছে এ বিষয়টি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন