বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

বাদশাহ সালমান-এরদোগান ঈদ শুভেচ্ছা বিনিময়

আঞ্চলিক ও দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১২:০৫ এএম

পবিত্র শহর মক্কায় ইসলামিক সহযোগিতা সংস্থার একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অনুপস্থিত থাকার পর সউদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার এই আলাপ হয়েছে বলে তার অফিসের কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা বলেন, দুই নেতা পরস্পর ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় তারা আঞ্চলিক ও দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করেন। তবে এ ফোনালাপের বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি। মক্কা সম্মেলনে এরদোগানের অনুপস্থিতি ছিল অনেকটা চোখে পড়ার মতো। যদিও সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসগলু উপস্থিত ছিলেন। গত বছরের অক্টোবরে ইস্তামবুলের সউদী কানস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার পর দুই দেশের মধ্যের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এই হত্যাকান্ডের ঘটনায় পর সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়ে। সাংবাদিক খাশোগিকে খুনের ঘটনায় যুবরাজের ভূমিকা ছিল না জানিয়ে সউদী কৌঁসুলিরা বলেন, এ হত্যাকান্ডে জড়িত প্রায় এক ডজন ব্যক্তি কারাগারে রয়েছেন। এছাড়া পাঁচ ব্যক্তিকে মৃত্যুদন্ডেরও সুপারিশ করা হয়েছে। কিন্তু মোহাম্মদ বিন সালমান এই হত্যাকান্ডের নির্দেশ দিয়েছিলেন কিনা, তা নিয়ে এখনো সবার মনে সন্দেহ রয়েছে। ডন অনলাইন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন