মাগুরা জেলা সংবাদদাতা : ৬ষ্ঠ ধাপে মাগুরা সদরের ১২নং কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। গত ২০ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরপরই কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা স্ব-স্ব এলাকায় প্রচার-প্রচারণা গণসংযোগ শুরু করেছেন। নির্বাচনে এ ইউনিয়ন থেকে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত ১১ জন নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে ১৯ হাজার ১শ’ ৪৫ জন ভোটার ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। সরেজমিনে কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত প্রত্যেক প্রার্থী নিজ নিজ এলাকায় নির্বাচনী লিফলেট নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গোটা ইউনিয়ন পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। হাটবাজার পাড়া মহল্লায় প্রার্থীরা দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আবার অনেক প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে এলাকায় উন্নয়নমূলক কর্মকা- করবেন বলে ভোটারদের আশ্বস্ত করছেন। কুচিয়ামোড়া ইউনিয়নের আ.লীগ দলীয় প্রার্থী এ.এইচ.এম আলমগীর হোসেন তুষার জানান, এলাকায় নির্বাচনী পরিবেশ ভালো। আমি আশা করি এবার বিপুল ভোটে জয়ী হবো। আমি কুচিয়ামোড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। এই ইউনিয়ন থেকে সংরক্ষিত মহিলা আসন ৭, ৮ ও ৯ ওয়ার্ডের মহিলা মেম্বর প্রার্থী রেহেনা পারভীন জানান, আমি পূর্বে ৮ বছর এই ইউনিয়ন থেকে জয়ী হয়ে জনগণের সেবাই কাজ করেছি। বর্তমানে আমি বক মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমি আশা করি এলাকার মানুষের ভালোবাসায় আমি বিজয়ী হবো। এখন পর্যন্ত আমাকে নির্বাচনী কাজে কেউ কোনো বাধা সৃষ্টি করেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন