শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সংঘাত-হানাহানির আশঙ্কা উপজেলাজুড়ে

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নে আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ভোটারদের চেয়ে প্রার্থীদের কাছে সন্ত্রাসীদের কদর বেশি। দিনের বেলা গণসংযোগ করলেও রাত হলে অনেক চেয়ারম্যান-মেম্বর প্রার্থী এলাকার চিহ্নিত পেশি শক্তির লোক ও সন্ত্রাসীদের সাথে গোপন বৈঠক করে চলেছেন। কে কীভাবে কোন কেন্দ্র দখল করবে এখন থেকে সে ছক তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে অনেক এলাকায় চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা সন্ত্রাসী বাহিনী বুকিং করেও নিয়েছেন। কিছু কিছু ইউনিয়নে চেয়াম্যান প্রার্থীরা বহিরাগত লোকজন নিয়ে মোটরসাইকেল শোডাউন দিচ্ছেন। ভোটারদের আগেভাগেই অনেক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছেন। তারা বলছেন, কেন্দ্র গেলে মারপিট হওয়ার সম্ভাবনা আছে। এ ধরনের আচরণে ভোটাররা নির্বাচনে ভোট দেয়ার আগ্রহ হরিয়ে ফেলছেন। এর মধ্যে সরকারদলীয় বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী থাকায় সংঘাত হানাহানির আশষ্কা আরও বৃদ্ধি পেয়েছে। সাতকানিয়ায় এ ধরনের ঝুঁকিপূর্ণ ইউনিয়ন রয়েছে ৮টি। এই ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে চরতি, এওচিয়া, কাঞ্চনা, মাদার্শা, বাজেলিয়া, সাতকানিয়া (সদর), কেওচিয়া, আমিলাইশ। সরকারদলীয় প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, বিএনপি প্রার্থী উভয়ে এখন থেকে পাল্টাপাল্টি কার্যকলাপ শুরু করে দিয়েছেন। প্রতিদিন নির্র্বাচনী সহিংসতায় আহত হয়ে ৮-১০ লোক হাসপাতালে ভর্তি হচ্ছেন। একে অপরের বিরুদ্ধে থানায় জিডি করছেন। নির্বাচন সুষ্ঠু না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। তাই এসব ইউনিয়নে সংঘাত হানাহানি ও রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে এবং হত্যাকা-ের মতো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এলাকাবাসী প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন