রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাঙ্গুনিয়ায় বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঠ্যাভ্যাস কর্মসূচি, উদ্বুদ্বকরণ কর্মশালা গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার হোসনে আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন সেকায়েপ চট্টগ্রাম-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিদ্যুৎ চাম্বুগং, সেকায়েপ-এর হিসাব কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন, সেকায়েপ-এর প্রোগ্রাম অফিসার মো. শাহিন হায়দার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম। অনুষ্ঠানে রাঙ্গুনিয়ার ৫১টি মাধ্যমিক, নিম্নমাধ্যমিক এবং মাদ্রাসার প্রধানগণ, এস.এম.সি’র সভাপতি, পিটিএ’র সভাপতি, একজন করে সহকারী শিক্ষক এবং সহকারী লাইব্রেরিয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেকায়েপ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেকায়েপ-এর বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং সেকায়েপ-এর সাথে রাঙ্গুনিয়াস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সেকায়েপ কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবনা উপস্থাপন করেন পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম. গোলাম নুর, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সায়েম, শিক্ষক নির্মল চন্দ্র শীল প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন