টাঙ্গাইলের সখিপুর উপজেলা মাদকের আগ্রাসনে ধীরে ধীরে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই ইয়াবা,মদ,গাঁজা,হিরোইন,ফেনসিডিল সহ মরনঘাতি মাদক নিয়ে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী গ্রেফতার হচ্ছে। তবুও সমাজ থেকে মাদক নির্মূল হচ্ছে না। সখিপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে এবং ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে ব্যাঙের ছাতার মতো মাদক ছড়িয়ে পড়েছে। পুলিশী অভিযান সত্ত্বেও মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। শুক্রবার রাতেও ১০৪ লিটার চোলাইমদসহ শ্রী ফালু কোচ (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের শ্রী গণেশ কোচের ছেলে। এ ব্যাপারে সখিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সখিপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন- ১০৪ লিটার চোলাইমদসহ ফালু কোচকে গ্রেফতার করে শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন