শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিরলে মাদক ব্যবসায়ী আটক, ১৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

বিরল (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ৫:৪৬ পিএম

বিরলে অভিনব কায়দায় মাদক দ্রব্য পরিবহণের সময় ইজিবাইক থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় ১৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বিরল থানার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল এর নির্দেশনায় থানার এসআই আব্দুল কাদের ও এসআই খালিদ হাসানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স শনিবার ভোর সকালে দিনাজপুর-বিরল সড়কের বিরল উপজেলার ঢেলপীর নামক স্থানে হায়দার আলীর মিলের সম্মুখে পাকা রাস্তায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার শহরগ্রাম ইউপি’র নোনাগ্রামের সামসুদ্দিনের পুত্র আমিনুল ইসলাম (৩৫) ভান্ডারা ইউপি’র মৌচুষা গ্রামে বসবাস করে সু-কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
শনিবার থানার এসআই আব্দুল কাদের বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল। তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন