শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আগামী অর্থবছরে শুরু হচ্ছে সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ- গণশুনানীতে সওজ সচিব

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ৬:৫৩ পিএম

আগামী অর্থবছরে সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ শুরু হচ্ছে। এর মধ্যে জরিপ ও ভূমি অধি গ্রহণের কাজ সম্পন্ন হবে ঐতিহ্যর স্মারক হিসেবে পুরোনা বাজার গুলো সংরক্ষণে ফ্লাই ওভার নির্মাণ করা হবে। শনিবার সকালে সিলেট নগরীর রায় নগরে সওজ, বিআরটিএ ও বিআরটিসির কার্যক্রম নিয়ে গণ শুনানী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগ সচিব নজরুল ইসলাম এ কথা বলেন। সচিব নজরুল ইসলাম আরো জানান, সিলেট-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নীত করার লক্ষ্যে যে জরিপ হয়েছিল এখন তা অনেক পরিবর্তন হয়েছে। চারলেনের সাথে এখন সার্ভিস দুই লেন সহ মহাসড়কটি ৬ লেন হবে। এই মহাসড়কটি ৬ লেনে উন্নিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। তিনি এই প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করেছেন। আগামী অর্থবছরে মহাসড়কটির কাজ শুরু হবে। এর আগে জমি অধি গ্রহণ নিয়ে যে জটিলতা আছে সেটি সমাধান করা হবে। একেনেকেও প্রকল্পটি দ্রুত পাশ করা হবে। সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালু নিয়ে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সচিব বলেন, ‘রাস্তায় চলাচলকারী বাসে যাত্রীরা ভালো সুযোগ সুবিধা পান না বলেই তারা বিআরটিসি বাসের দাবি জানিয়ে আসছিলেন। যাত্রী সাধারণের দাবির প্রেক্ষিতেই সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালু করা হয়েছে। এটি বন্ধ করার কোন সুযোগ বা যৌক্তিকতা নেই। যাত্রীদের চাহিদা থাকলে বাসের সংখ্যাও বাড়বে।’ সিলেটের যেসব স্থানে সওজের জায়গা বেদখল আছে সেগুলো উদ্ধারের নির্দেশ দিয়ে সচিব বলেন, ‘সকল দখলদারদের তালিকা তৈরি করা হবে। কারো দখলে সওজের এক ইঞ্চি জায়গাও থাকবে না। দখলদারদের উচ্ছেদ করে সওজের জায়গা উদ্ধার করা হবে।’ গণশুনানীতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট বিভাগের চার জেলার সওজ, বিআরটিএ ও বিআরটিসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন