বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী (টি এস.সি তে) উৎযাপন অনুষ্ঠানে ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদে সিলেটে তাৎক্ষণিক মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা। আজ শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাস্তায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাবিপ্রবি শাখার সভাপতি জাহিদ হাসান, সিলেট মহানগর শাখার সভাপতি এ বি আল মাহমুদ, যুব অধিকার পরিষদের সিলেট জেলার সাবেক প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব জুবায়ের আহমদ তুফায়েল, ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাজেদ আহমদ চৌধুরী প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের নগ্ন হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতারে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে সন্ত্রাস, দখলদারিত্ব কায়েম করে শিক্ষাঙ্গনসহ সর্বত্র দখল বজায় রাখতে ছাত্রলীগকে উৎসাহ দিচ্ছে। ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসী বাহিনীর ভয় দেখিয়ে সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না। সরকার যখন জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সেই সরকারের বিরুদ্ধে জনগণের জাগরণ অবশ্যম্ভাবী। বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন