বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিটি এন্ড ক্যারিয়ার

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৯, ৪:২৯ পিএম

বিশ্বকাপের ২২তম ম্যাচে আজ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। খেলা শুরুর আগেই মিডিয়াতে বিজ্ঞাপনী লড়াইয়ে সমানে সমানে লড়তে দেখা গেছে দুদেশকে। এবার খেলার মাঠেও তাই হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেটভক্তরা। অন্যদিকে ক্রিকেটপ্রেমীদের মাঝে রীতিমতো উত্তাপ ছড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, নানাজন করছেন নিজ নিজ পছন্দের দলের পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য।

ফেসবুকে এস মিজান লিখেছেন, ‘‘ইনশাআল্লাহ পাকিস্তান। জয় হোক আর না হোক আমরা মুসলিমরা মুসলিমদের সাপোর্ট করব।.. ইন্ডিয়াকে কোন মানুষ সাপোর্ট করতে পারে না।কারন এরা মানুষ না।’’

আব্দুর রহিম লিখেছেন, ‘‘পাকিস্তানের তুলনায় ভারত অনেক শক্তিশালী টিম। এ পর্যন্ত বিশ্বকাপের সব কয়টি ম্যাচ ভারতেই জিতেছে। কে জিতবে এইকথা অগ্রিম বলা যাবেনা। তবে আমি পাকিস্তানকে সমর্থন করি।’’

‘‘এক সময় পাকিস্তান দলে ওয়াসিম আকরাম/ শোয়েব আকতার/ ইনজামাম উল হকরা যখন খেলতো তখন পাকিস্তানের খেলা ভাল লাগত, আর ভারতীয় দলে যখন শচীন টেন্ডুলকার/ রাহুল দ্রাবিড়/ সৌরভ গাঙ্গুলীরা যখন খেলতো তখন ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানি একটি ক্রিকেট যুদ্ধ,তবে বিশ্ব ক্রিকেটে আমার সবচেয়ে অপছন্দের ক্রিকেটার বিরাট কোহলি, তাই আমি চায় পাকিস্তান জিতুক’’ লিখেছেন মোহাম্মাদ রফিক জয়।

মো. জমশের লিখেছেন, ‘‘পৃথিবীতে ইসরাইলের পর ভারতই একমাত্র দেশ যাদের সাথে কোন প্রতিবেশী দেশের ভাল সম্পর্ক নেই।কেন নেই তা এবার বুঝুন। সুতারাং জয় হোক পাকিস্তানের।’’

‘‘সাধারণত ভারত হারলে আমার জন্য ইদের দিন হয়, তার মধ্যে বিজয়ী দলটি যদি বাংলাদেশ কিংবা পাকিস্তান হয় তাহলে তো কথাই নেই। ইনশাআল্লাহ, পাকিস্তানের জন্য শুভকামনা রইল’’ লিখেছেন ইব্রাহিম রহমান।

ভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়ে সম্রাট শাহজাহান লিখেছেন, ‘‘ভারত তাদের দখলদারিত্ব মনোভাব না পাল্টালে কখনই এদেশের মানুষের মন পাবে না (যদিও তারা থোড়াই কেয়ার করে)। অবাক লাগে পাকিস্তান এত জঘন্য আচরণ করল ১৯৭১ এ আর ভারত করল সাহায্য তবুও মানুষ ভারত পাকিস্তান তুলনায় পাকিস্তানকে সমর্থন করে। চিত্র হওয়ার কথা উল্টো।’’

ফেসবুকে ভারতীয় দলের সমর্থক মুহাম্মাদ ওয়াশিম লিখেছেন, ‘‘যারা খেলা বোঝে,,, তারা নিশ্চই বলবে ভারত জিতবে!!! ভারতের সামর্থ সবদিক দিয়েই বেশি।আমার মনে হয় পাকিস্তান পাত্তাও পাবেনা। তাছাড়া,,,ভারত কিন্তু প্লেয়ার ২/১ বেশি নিয়ে খেলে,এটারআমরা সবাই জানি।’’

সঞ্জয় মজুমদার লিখেছেন, ‘‘বৃষ্টি হলে পয়েন্ট ভাগাভাগি করা হবে। আর বৃষ্টি না হলে নিশ্চিত ভারত জিতবে ! ভারতের জন্য অগ্রিম শুভ কামনা রইলো !’’

‘‘আমি বুঝি না হাড্ডাহাড্ডি লড়াই কেম্নে হয়। পাকিস্তান এর যে অবস্থা,ইন্ডিয়ার সাথে জয়ের আশা না করাই ভালো। ইন্ডিয়া বোলিং ব্যাটিং এ অনেক ব্যালান্সড টিম।... বুঝতে হবে পাকিস্তান এর আগের টিম আর নাই’’ লিখেছেন ইফতেখার হাসান নাবিল। #

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন