বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল: সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

আবদুল মোমিন | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৯:৩৩ এএম

কোপা আমেরিকার গত দুই আসরের ফাইনালে হতাশ হওয়ার পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে শেষ চার থেকেই বিদায় নিয়েছে তার নেতৃত্বাধীন আর্জেন্টিনা। বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে আসরের প্রথম সেমি-ফাইনালে লিওনেল স্কালোনির দলকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। এক যুগ পর প্রতিযোগিতার ফাইনালে উঠলো আট বারের চ্যাম্পিয়নরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফুটবল ভক্তরা।

ব্রাজিলের জয়ের প্রতিক্রিয়ায় ফেসবুকে নেইমারভক্ত আব্দুল্লাহ লিখেছেন, ‘‘আপনাদের বিশ্বসেরা মেসি, ডি-মারিয়া, আগুয়েরা দিয়ে কি লাভ, যদি নেইমারবিহীন ব্রাজিলকে না হারাতে পারেন।’’

মো. ফারুক হোসাইন লিখেছেন, ‘‘অভিনন্দন প্রিয় দল ব্রাজিলকে।’’

‘‘অনেক অনেক অভিনন্দন প্রিয় দল ব্রাজিলকে..... এবং এক বালতি সমবেদনা জানাই আর্জেন্টিনার জন্য। কারণ তারা ব্রাজিল এর সাথে সেমিফাইনালে এ চলে যেতো। দুই দল যদিও অনেক ভালো খেলেছে...... আরে সবাই তো আর সমান গোল দিতে পারে না। সকল আর্জেন্টিনার সমর্থন করা ভাই ও আপুদের.... ব্রাজিল এর ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ রইল।’’ - লিখেছেন মো. মাইনুদ্দীন।

এদিকে, আর্জেন্টিনার হারে আশাহত হতে চান না মেসিভক্ত আবদুল হামিদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘ব্রাজিল তো জিতে গেলো। আর্জেন্টিনা হারছে তো কি হইছে, ২০১৯ কোপা আমেরিকা তো তারাই নিবে।’’

কলেজ শিক্ষক আবদুস সামাদ সোহাগ লিখেছেন, ‘‘আর্জেন্টিনার সমর্থকদের তবুও মুখের চুপা থামবে না। তবে আমি তাদের সম্মান করি। তারাই আসল সমর্থক তারা হেরেও নিজেদের জয়ী মনে করে।’’

জহিরুল ইসলাম হাবিব লিখেছেন, ‘‘বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের জন্য ব্রাজিল ভক্তরা সমবেদনা জানাচ্ছেন। কারণ গতকাল বাংলাদেশ আর আজকে আর্জেন্টিনার হার, এতো বেদনা কিভাবে নিবেন তারা? তাদের জীবনটাই কি বেদনা...।’’

‘‘হেরে গেল ফুটবল, সু্যোগ হারালো আরেক বার ওই কাপগুলো, যেগুলো মেসির হাতের স্পর্শ করে নাই।’’- লিখেছেন শাহাদাত হোসাইন।

নাজমুল হক লিখেছেন, ‘‘অভিনন্দন ব্রাজিল। আমাদের বস নেইমার না থাকার পরও যাদের এই অবস্থা তারা যেন আর কখনো বেশি কথা না বলে।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন