আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে স্বাধীনতা ছিনিয়ে আনে এ দেশের মুক্তিকামী জনতা।
নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সর্বস্তরের জনগণ।
এর আগে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিবসটি উপলক্ষে নানা কথা লিখছেন নেটিজেনরা।
এ উপলক্ষে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস ফেইসবুকে লিখেছেন, ‘মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। দৃঢ় গতিতে এগিয়ে যাক বাংলাদেশ এই আমাদের আশা ও প্রত্যাশা।’
বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ লিখেছেন, ‘চিন্তায় মুক্তি, মননে স্বদেশ, হৃদয়ে বিশ্বাস আর স্মরণে শহীদের আত্মত্যাগ । মহান স্বাধীনতা দিবসে আমাদের শপথ উজ্জ্বল আগামীর বাংলাদেশ গড়তে কাজ করে যাবো নিরন্তর।’
বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান লিখেছেন, ‘অর্জন ও প্রাপ্তির ৫১ তম বছরে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে তাঁদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের কাছে আমরা চিরঋণী। সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘হে স্বাধীনতা … তুমি কারো পকেটের সম্পদ নও। তুমি আঠারো কোটি বাংলাদেশীর প্রায় ফিকে হয়ে যাওয়া একটা স্বপ্ন। তুমি কোন ব্যক্তির নও, তুমি কোন পরিবারের নও, তুমি কোন দলের নও। তুমি অসীম ক্ষমতার অধিপতি কোন স্বঘোষিত শয়তানেরও নও। হে স্বাধীনতা - তোমাকে মানি, কারন আমরা স্বাধীন জাতি। দল মত ধর্ম বর্ণ জাত পাত মাজহাব সর্বস্ব রং তোমার আসল রং নয়। তোমার রং লাল আর সবুজের রক্তে ভেজা অবিস্মরনীয় ইতিহাস। স্বাধীনতা দিবসের মহান মহিমায় আমরা সুন্দর শাসন ব্যবস্থা চাই। মুছে যাক গ্লানি ঘুঁচে যাক জরা… ঐক্যবদ্ধ জাতি হতে চাই ভবিষ্যত প্রজন্মের কাছে দায়বদ্ধতার শপথ নিয়ে। দেশের জন্য প্রান দেয়া সকল সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা… সাবাস বাংলাদেশ… ভালবাসা অবিরাম…’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কিটতত্ত্ব বিভাগের বিজ্ঞানী প্রফেসর ড. রুহুল আমিন লিখেছেন, ‘আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গভীর শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পনের আগস্ট শাহাদত বরণকারী সকল শহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের মহান শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি । জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবি হোক।’
চিত্রনায়িকা নিপুন লিখেছেন, ‘নক্ষত্রের কানন দেখি , কবিতার গ্রন্থ দেখি, পুষ্পিত বনস্থালি দেখি, নীলাম্বর সাগর দেখি -দেখি পর্বত গিরি কিংবা সুউচ্চ স্মৃতি স্তম্ভ- কিন্তু কিছুই এখন আর স্মৃতিতে রাখিনা। শুধু ৫১ বছর বয়সী মায়াবী মহারানী - যে কিনা অনিন্দ রূপসী, তার সাথে আমার প্রেম পরিচয়ের স্মৃতিটুকু -আমার হৃদ মাজারে রেখে দিয়েছি। জীবনের শেষ দিনেও যেনো বলতে পারি- হে রূপসী মহারানি, রক্তস্নাত জননী আমার সোনার বাংলা -তোমায় বড়ো বেশী ভালোবেসেছি। আজ ২৬ মার্চ- মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন