শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

টাইগারদের বিজয়ে সোশ্যাল মিডিয়ায় উল্লাস

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ১২:২৩ পিএম

বিশ্বকাপের ২৩তম ম্যাচে সাকিবের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে উইন্ডিজের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জিতল বাংলাদেশ। ক্যারিবিয়দের দেয়া ৩২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা। এরআগে গত বিশ্বকাপে সর্বোচ্চ ৩১৮ রান তাড়া করে জিতেছিলো বাংলাদেশ। এবার নিজেদের রেকর্ড ছাপিয়ে নতুন রেকর্ডের জন্ম দিলো মাশরাফির দল।

টাইগারদের এমন রেকর্ড জয়ে এখন খুশিতে ভাসছে পুরো দেশ। আর চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ এবং সাকিবদের সরব বন্দনা। অনেকেই আবেগপ্রবণ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বিশ্বেকাপের দ্বিতীয় জয়ে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসছেন সাকিব-মাশরাফিরা।

টাইগারদের এই রোমাঞ্চকর জয়ে অভিনন্দন জানিয়ে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, ‘‘টেনটনে সাদা চামড়ার ব্রিটিশরা যখন বাংলাদেশের পতাকা ওড়ায়, যখন বাংলাদেশ-বাংলাদেশ বলে চিৎকার করে, তখন বুকটা বঙ্গোপসাগর হয়ে যায়।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশেদা রওনক খান টাইগারদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘আজকে জিতেছি, তাই মুশফিক- মাশরাফি-সাকিব জিন্দাবাদ,কালকে হারলেই মুশফিক- মাশরাফি-সাকিব মুর্দাবাদ! এখন থেকে হেরে গেলে সমালোচনা না করে বরং খেলার স্পিরিটটাকে আমরা সাধুবাদ জানাই! তাহলে ছেলেগুলো আগ্রহ ফিরে পাবে, বিশ্বকাপে ভালো খেলার উৎসাহ ফিরে পাবে! আজ থেকে হার/জিত বড় কথা নয়, খেলার মাঠে বাঘের মতো লড়াই করাটাই গুরুত্বপূর্ণ হউক আমাদের কাছে! এগিয়ে যাও টাইগাররা, আমরা আছি তোমাদের পাশে!’’

‘‘সাকিব কে রাজার আসনে সর্বোচ্চ রানের মালিক হওয়া আর অলরাউন্ডারের সকল গুণ ধরে রেখে উইকেট তুলে নিয়ে আর সেন্চুরি করে বাংলাদেশ কে উঁচু স্থানে ধরার জন্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। লিটস দাস কে অনেক অনেক ভালোবাসা’’ লিখেছেন সরদার নাইম।

আশিফুর রহমান লিখেছেন, ‘‘ধৈর্যর বাধ ভেঙে আনন্দ না করে সবারই উচিত বাংলাদেশের এই জয়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা আর পরবর্তী ম্যাচে ভাল খেলতে আমাদের খেলোয়াড়দের জন্য দোয়া করা।’’

প্রতিবেশী ভারত থেকে জিত জেড লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ। ভারতের পরেই আমার সেরা পছন্দের দল। সাকিবের অনবদ্য পারফর্মেন্স দেখার মত। একটি ভালো খেলা দেখা গেল। একজন বাঙালি হিসেবে আমাদের প্রতিবেশী বাঙালিদের অনবদ্য জয় আমি গর্বিত....।’’

সাহাদাত হোসাইন সাগর লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ! সাকিবের সেঞ্চুরি ও লিটনের ৯০*রানে ভর করে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান চেজ করে জিতল বাংলাদেশ। অভিনন্দন মাশরাফি বাহিনীকে।’’

‘‘ওয়েষ্ট ইন্ডিজকে হেলায় হারানোয় অবাক নন ক্রিকেটপ্রেমীরা বাংলাদেশের এই জয় প্রত্যাশিত৷ বেশ কয়েক বছর ধরে তারা ধারাবাহিক ভাবে ভাল ক্রিকেট খেলছে একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ফরম্যাটে৷ দক্ষিন আফ্রিকাকে হারানোর পর ক্যারিবিয়ানদের বিধ্বস্ত করে বাংলাদেশ বোঝালো ক্রিকেট বিশ্বে তারা উদীয়মান সূর্য৷এশিয়া ক্রিকেটে ভারতের পর তারাই বৃহৎ শক্তি’’ লিখেছেন আয়ান দাসগুপ্তা।

সৈয়দ আলামিন জুয়েল লিখেছেন, ‘‘বহুদিন পরে এক অনবদ্য ক্রিকেট দেখলাম বাংলাদেশ ক্রিকেট টিমের । এ যেনো নতুন উন্মাদনা । এমন খেলাই দেখার জণ্য কোটি কোটি বাংলাদেশী দীর্ঘদিন অপেক্ষায় ছিলো । ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে । হার কিংবা জয় থাকবেই । তবে ভবিষ্যতেও এরকম শক্তিশালী খেলা দেখতে চাই।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন