শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় দলের কোচ হতে চান মরিনহো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ৪:৫৭ পিএম

প্রথমবারের মত জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হোসে মরিনহো। গত বছর ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্তের পর থেকে বেকার সময় কাটাচ্ছেন এই পর্তুগিজ তারকা কোচ।
বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাবের পক্ষ থেকে মোরিনহোকে প্রস্তাবের ব্যাপারে ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোন জাতীয় দলের সাথে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেছেন মরিনহো। এ সম্পর্কে সম্প্রতি তিনি গণমাধ্যমে বলেছেন, ‘নতুন একটি চ্যালেঞ্জের জন্য অপেক্ষায় আছি। হতে পারে সেটা বিশ্বকাপ কিংবা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ। দীর্ঘদিন ধরেই এই ধরনের একটি অভিজ্ঞতা সঞ্চয়ের ইচ্ছা ছিল। এই মুহূর্তে ক্লাবের থেকে জাতীয় দলের প্রতি আগ্রহটা বেড়েছে। তবে দলটি যে পর্তুগালই হতে হবে তা নয়।’
গত আড়াই বছর যাবত ওল্ট ট্রাফোর্ডে কোচের দায়িত্ব পালন করেছেন মরিনহো। এই সময়ে মধ্যে ইউনাইটেডকে ইউরোপা লিগ, ইএফএল কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা উপহার দিয়েছেন। এছাড়া পোর্তো ও ইন্টার মিলানের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন