স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে প্রচÐ ঝড়ে ছয়টি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময় বজ্রপাতে দুই নারী নিহত ও তিনজন আহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ গাবুরা ইউনিয়নের ১০নং সোরা গ্রামের মান্দার মোড়লের স্ত্রী অখীলা বেগম ও চাঁদনীমুখা গ্রামে ইদ্রিস গাজীর স্ত্রী মর্জিনা (২৫)। এ ছাড়া আহতরা হলেনÑ নাপিতখালী গ্রামের আলীম মোড়লের ছেলে বাবু (২৫), মোক্তার মোড়লের ছেলে আলী হোসেন (৪৫), ডুমুরিয়া গ্রামের সামাদ তরফদারের ছেলে সাইফুল ইসলাম (৩০)। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলী আজম জানান, ঝড়ে তার ইউনিয়নের ৯নং সোরা ও ১০নং সোরা, চাঁদনীমুখা, নাপিতখালী, ডুমুরিয়া ও পার্শ্বেখালী গ্রামে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রচÐ বাতাসে কপোতাক্ষ নদে ১১টি জেলে নৌকা ডুবির ঘটনা ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া নৌকাগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, গাবুরা ইউনিয়নের ক্ষয়ক্ষতির ঘটনায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন