কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের সার্বিক সহযোগিতায় গত মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সীর সার্বিক পরিচালনায় সভায় আলোচনা করেন কালকিনি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, মাদারীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউসুর রহমান, মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহŸায়ক আতিকুর রহমান আজাদ, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এচাহাক হাওলাদার প্রমুখ।
মন্তব্য করুন