গরু চোর চক্রকে দমন ও চুরি হওয়া গরু উদ্ধারের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় খামারীরা সংবাদ সম্মেলন করেছে। গতকাল বৃহস্পতিবার পটিয়ার একটি অভিজাত রেঁস্তোরায় খামারীদের পক্ষে আল্ ওয়ালী এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আহমদুল হক আনোয়ার এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন- আসন্ন কোরবানী উপলক্ষে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে তাদের খামারে ২৩টি ষাড় গরু তুলেন। তারা আনোয়ারা উপজেলার বুরুমছড়া এলাকার গরু ব্যবসায়ী আবদুর রাজ্জাকের কাছ থেকে গত ২৫ মে ১৪টি গরু ১৬ লাখ ৬০ হাজার টাকায় ক্রয় করেন। ঈদের পর দিন রাতেই খামারের ১২ লাখ টাকার মূল্যের ৬টি ষাঁড় গরু চুরি হয়। বিষয়টি খামারীরা থানায় অভিযোগ করার পর পুলিশ নৈশপ্রহরী মো: ইসহাককে আটক করে। নৈশপ্রহরী জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে রাতে ৬টি গরু আবদুর রাজ্জাকের পুত্র তৌহিদ অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। বর্তমানে নৈশপ্রহরী ইসহাক ও গরু ব্যবসায়ী আবদুর রাজ্জাকের পুত্র তৌহিদ কারাগারে রয়েছে। পটিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটে চলেছে। গত এক মাসে বিভিন্ন কৌশলে গরু চুরির ঘটনায় ১০জন চোর গ্রেফতার ও ৪টি গরু পুলিশ উদ্ধার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন