শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৮ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ জাবি শাখা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগীতার কারণে গত ২৭ বছর জাকসু বন্ধ আছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, শিক্ষক সমিতি, কর্মচারী ইউনিয়ন সকল নির্বাচন নিয়মিত হয়, কিন্ত জাকসু হয় না। জাকসু না হওয়ার ফলে সাধারণ শিক্ষার্থীদের কথা বলার যায়গা সংক্ষিপ্ত হয়ে আসছে।’

মানববন্ধনে জাবি শাখার যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, ‘উপাচার্য আসেন উপাচার্য যান আর জাকসু নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তবে কেউ বাস্তবায়ন করেন না। বর্তমান উপাচার্য কয়েকবার জাকসু নির্বাচনের আয়োজন করার কথা দিয়েছিলেন। আমরা আশা করবো উপাচার্য শীঘ্রই জাকসুর আয়োজন করবেন। সাধারণ শিক্ষার্থীদের কথা বলার যায়গা তৈরি করবেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন