শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেতাগীতে ভাতা ভোগীদের বই বিতরণ

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৮ এএম

বেতাগীতে উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ২০১৮-১৯ অর্থ বছরের বর্ধিত কোঠার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে।

এ উপজেলার একটি পৌরসভারসহ ৭টি ইউনিয়নে বর্ধিত কোঠায় বয়স্ক ৫১০ জন, বিধবা ২১৭ জন ও ভাতা প্রতিবন্ধী ১৮৪ জনসহ মোট ৯১১ জনকে ভাতার বই বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ শওকত হাচানুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিঞা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন