রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিভিশন চাইলেন ওসি মোয়াজ্জেম!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে করা মামলায় সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন কারাগারে ডিভিশন (প্রথম শ্রেণির মর্যাদা) চেয়ে আবেদন করেছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামশ জগলুল হোসেনের আদালতে এ আবেদন করেন তার আইনজীবী ফারুক আহম্মেদ। ডিভিশনের ওপর শুনানির জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আইনজীবী ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওসি মোয়াজ্জেম প্রথম শ্রেণির নাগরিক। তাই কারাগারে তার প্রথম শ্রেণির ডিভিশন চেয়ে আবেদন করেছি। এর আগে গত ১৭ জুন মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ১৫ এপ্রিল ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মামলার অভিযোগে বলা হয়, মোয়াজ্জেম হোসেন অনুমতি ছাড়া নিয়মবহির্ভূতভাবে নুসরাতকে জেরা এবং তা ভিডিও করেন। পরবর্তীতে ওই ভিডিও ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মামলার পরিপ্রেক্ষিতে অনেক নাটকীয়তার পরে ১৬ জুন রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ডিভিশনপ্রাপ্ত একজন হাজতি কারাগারে আসবাবপত্র হিসেবে একটা টেবিল, একটা খাট, চাদর ও একটা চেয়ার পেয়ে থাকেন। এ ছাড়াও তার সেলে পড়ার জন্য পত্রিকা, বই, একটি সাধারণ টেলিভিশন ও রেডিও পান। ব্যবহার্য উপকরণ হিসেবে সাবান, টুথপেস্ট, আয়না, বালিশ, কম্বল, তোশক, চিরুনি, তেল, পায়ের স্যান্ডেল ও তোয়ালেও পেয়ে থাকেন ডিভিশনপ্রাপ্তরা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Ali Akbar ২২ জুন, ২০১৯, ১:২৫ এএম says : 0
সাহস তো সেই রকম একটি ওসি যদি ডিভিশন চায় , তাহলে সরকারী সব চোরেরা কি করবে...
Total Reply(0)
HaSnat ২২ জুন, ২০১৯, ১:২৫ এএম says : 0
কোন এলাকার এমপি আপনি যে ডিভিশন লাগবে আপনার??
Total Reply(0)
Abu Taher ২২ জুন, ২০১৯, ১:২৫ এএম says : 0
লোভে পাপ পাপে মৃত্যু
Total Reply(0)
Hafiz Jamil Ahmad ২২ জুন, ২০১৯, ১:২৫ এএম says : 0
যারা অবৈধ সম্পদ অর্জন করে তারা চোর ডাকাত ঘোষকোর নায় শুধকোর তারা আবার জেলে ডিভিশন চাইতে লজ্বা করেনা।
Total Reply(0)
Abdul Alim ২২ জুন, ২০১৯, ১:২৬ এএম says : 0
he should stay in toilet
Total Reply(0)
নাজমুল ইসলাম ২২ জুন, ২০১৯, ১২:৫৫ পিএম says : 0
এত সাহস তারা কোথায় পায়? এত ক্ষমতা তাদের.......
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন