শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নেত্রকোনায় মিনি ফুটবল টুর্নামেন্ট

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ১২:৩১ এএম

যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদী কার্যক্রম থেকে দূরে রাখতে সেতুবন্ধন স্পোটিং ক্লাবের উদ্যোগে গত শুক্রবার থেকে নেত্রকোনা শুরু হয়েছে দক্ষিণ সাতপাই মিনি ফুটবল টুর্ণামেন্ট।

বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্ট উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোকাম্মেল হক, সদস্য মুখলেছুর রহমান, আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলা আনন্দ বাজার একাদশ সিক্স স্টার একাদশকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেন। রেফারির দায়িত্ব পালন করেন আব্দুর রহমান।
টুর্ণামেন্টর আহবায়ক যুবলীগ নেতা আসাদুর রহমান বলেন, টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন