শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টেকনাফে তিন মানব পাচারকারী বন্দুকযুদ্ধে নিহত

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:১২ পিএম

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কোরবান আলী (৩০), আবদুল কাদের ও আবদুর রহমান (৩০) তিন যুবক নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মহেশখালীয়াপাড়ায় এ বন্দুকযুদ্ধেরঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত তিন যুবক মানবপাচার মামলার পলাতক আসামি। নিহত কোরবান আলী টেকনাফের সাবরাং নয়াপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে, আবদুল কাদের পৌরসভার কেকে পাড়ার আলী হোসেনের ছেলে ও একই এলাকার সুলতান আহম্মদের ছেলে আবদুর রহমান ।

স্থানীয়রা জানিয়েছেন, কোরবান আলী শাহপরীরদ্বীপ এলাকার ও আব্দুল কাদের ও আব্দুর রহমান পুরাতন রোহিঙ্গা।

ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ২০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা করেছে পুলিশ।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সায়েফ কনেস্টেবল মং ও মো. শুক্কুর আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন