শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চিকিৎসক সঙ্কটে সেবা ব্যাহত

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লক্ষীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৫ এএম

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে চিকিৎসক সঙ্কটে সেবা থেকে বঞ্চিত উপজেলার চরাঞ্চলের হাজার হাজার নিরীহ মানুষ। এছাড়া এ কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার গত ১৫ মাস ধরে কর্মস্থলে না এসেও সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে।

চরাঞ্চলের অসহায় মানুষের কথা চিন্তা করে ২০০৯ সালে চরআলেকজান্ডার ২০ শয্যার হাসপাতালকে ৩১ শয্যায় উন্নতি করে সরকার। এরপর থেকে শুরু হয় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। গত ১০ বছরেও গড়ে উঠেনি প্রয়োজনীয় অবকাঠামো।

হাসপাতাল সূত্রে জানা যায়, রামগতি উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ৪ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা দেয়ার লক্ষে ৩১ শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসক সঙ্কটে ভুগছে। উপকুলীয় এলাকা রামগতি চরাঞ্চল হওয়ায় চিকিৎসকরা এখানে আসতে যেমন রাজি হচ্ছে না, তেমনি কেউ আসলেও নিয়মিত হাসপাতালে থাকছেন না কিংবা এখান থেকে বদলী হয়ে অন্যত্র চলে যায়। ফলে এ উপকুলীয় অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সূত্রে আরও জানা গেছে, হাসপাতালে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলে অনেক দিন ধরে ৮টি পদই শূন্য রয়েছে। এছাড়া ৮জন মেডিকেল অফিসারের মধ্যে বর্তমানে ৪জন কর্মরত রয়েছে। গত বৃহস্পতিবার পরশু সুজনা বেগম নামে এক মেডিকেল অফিসার হাসপাতাল থেকে অনত্র বদলি হয়ে গেছে। ৩য় ও ৪র্থ শ্রেণির ১৯টি পদ থাকলেও বর্তমানে ৬জন কর্মরত রয়েছেন। এছাড়া ২০১৮ সালের ৪ এপ্রিল আবিদা সুলতানা নামে এক মেডিকেল অফিসার এ হাসপাতালে যোগদান করে। এরপর ১৫ মাস পার হলেও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি। এ ব্যাপারে একাধিকবার তাকে কারণ দর্শানোর নোটিশ ও ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে কয়েকবার চিটি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া সঠিক সময়ে কর্মস্থলে না এসে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার অভিযোগ রয়েছে, কামনা শীষ মজুমদার নামের চিকিৎসকের বিরুদ্ধে। এ চিকিৎসক প্রায়ই বিভিন্ন ফার্মেসীতে গিয়ে ড্রাগ লাইসন্স দেখার কথা বলে ব্যবসায়ীদের হয়রানী করার অভিযোগও রয়েছে। সম্প্রতি সদ্য বদলীকৃত চিকিৎসক সুজানার সাথেও অসদাচরন করেছেন বলে নাম প্রকাশে হাসপাতালের কর্মরত এক চিকিৎসক এ প্রতিবেদককে জানিয়েছেন।

এ দিকে সরজমিনে হাসপাতালে গিয়ে কথা হয় স্থানীয় মেজবাহ উদ্দিন, জাফর আহম্মদ, কুলছুমা বেগম, আবুল কালাম’সহ বেশ কয়েকজন রোগির সাথে। তাঁরা অভিযোগ করেন, বর্তমান আ.লীগ সরকার মানুষের স্বাস্থ্য সেবার জন্য যথেষ্ট আন্তরিক। কিন্তু নদী ভাঙ্গা রামগতি উপজেলার নিরীহ গরীব মানুষগুলো ডাক্তার সঙ্কটের কারণে চিকিৎসা সেবা পাচ্ছেন না। তাই রামগতি হাসপাতালে ডাক্তারদের শূন্যপদ পূরনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। অপর দিকে চিকিৎসক কামনা শীষ মজুমদার কর্মস্থল হাসপাতালে ভর্তিকৃত বেশ কয়েকজন রোগী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, হাসপাতালের পরিবেশ যেমন ভালো নয়, তেমনি ডাক্তার কম থাকায় রোগিরা ভালো চিকিৎসা সেবা পাচ্ছে না। যাদের সামর্থ আছে তারা এ হাসপাতালে আসে না।

এ দিকে সব অভিযোগ অস্বীকার করে চিকিৎসক কামনা শীষ মজুমদার বলেন, সঠিক সময়ে কর্মস্থলে এসে রোগীদের চিকিৎসা দিচ্ছেন তিনি। অপরদিকে ডাক্তার আবিদা সুলতানার সাথে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামগতি উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল জানান, চরাঞ্চলের গরীব মানুষ ডাক্তার সঙ্কট থাকার কারণে ঠিকমত চিকিৎসা সেবা পাচ্ছে না। টাকা পয়সার অভাব থাকায় অনেকে নোয়াখালী কিংবা লক্ষীপুর গিয়েও চিকিৎসা করাতে পারছে না।

স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম জানান, হাসপাতালে জনবল সঙ্কটসহ নানা সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া হাসপাতালে অনুপস্থিত থাকার কারণে আবিদা সুলতানাকে একাধিকবার শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অধিদপ্তরের চিটি পাঠানো হয়েছে। এছাড়া অন্য চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন