শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাতক্ষীরায় পিকআপ ভর্তি ফেনসিডিলসহ আটক ২

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরায় পিকআপ ভর্তি আমদানী নিষিদ্ধ দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুই চোরাচালানীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ভাদড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৮) ও সদর উপজেলার বৈকারি গ্রামের আবু তালেব মোড়লের ছেলে শরিফুল ইসলাম (২০)। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সদর উপজেলার বৈকারী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে আগরদাড়ি ইউনিয়নের খলিলনগর মহিলা মাদ্রসার সামনে ফেনসিডিলের একটি বড় চালান আনা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পাচারকারীরা পিকআপ ভর্তি ফেনসিডিল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে সীমান্তের ভাদড়া মোড় থেকে পুলিশ দুই চোরাচালনীসহ ফেন্সিডিল বহনকারি পিকআপটি আটক করা হয়। পরে পিকআপের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পিক আপে বেশ কয়েটি পানির ড্রামও পাওয়া গেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন