তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা
তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন ২০১৬-২০১৭ অর্থ বছরে প্রায় ৮৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। বাজেট অধিবেশন ২৮ এপ্রিল ২০১৬ তারিখে উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অনুমোদন সাপেক্ষে পাশ করা হয়। উক্ত বাজেট এর মধ্যে কোন প্রকার ত্রুটি না থাকায় ১৯ মে ২০১৬ তারিখে ইউনিয়ন পরিষদের বিশেষ সভায় অনুমোদন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার, নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহিরুল ইসলাম, রাকাব তিরনইহাট শাখা ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, তিরনই হাট ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য মোছাঃ নূরুননেহার বেগম, মহসিনা বেগম, নাসিমা ইয়াসমিনসহ সকল ইউপি সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন