শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কারচুপি ও অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ নেতার

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কারচুপির স্বপক্ষে কেন্দ্রে পড়ে থাকা ব্যালট পেপারসহ বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন মিজানুর রহমান মিনা নামে এক মেম্বার প্রার্থী। তিনি মধুহাটী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৮ মে মধুহাটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মধুহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার এ এইচ এম হুমায়ুন কবির তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রবিউল ইসলামের (তালা মার্কা) পক্ষ নিয়ে কাজ করেছেন। এ জন্য ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার একবার ভোট গণনা করে তড়িঘড়ি করে ভোটের ফলাফল ঘোষণা করেন। এতে বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিউলকে ২ ভোট বেশি দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ভোট গণনা প্রক্রিয়ায় সন্দেহ থাকায় কেন্দ্রে নিয়োজিত মিজানুর রহমান মিনরার পোলিং এজেন্ট মো. আলতাফ হোসেন আরেকবার ভোট গণনা করার জন্য প্রিসাইডিং অফিসারকে অনুরোধ জানান। কিন্তু প্রিসাইডিং অফিসার তাতে কর্ণপাত করেননি। এ ছাড়া ভোট গণণা শেষে বলা হয় মোট ৮০টি ভোট বাতিল হয়েছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (তালা মার্কা) ১৯টি ও মিজানুর রহমান মিনার (ভ্যানগাড়ি মার্কা) ৬১টি বাতিল ভোট রয়েছে। ভোট গণনাকালে প্রিসাইডিং অফিসার মেম্বার প্রার্থী মিজানুর রহমান মিনারের পোলিং এজেন্টকে বাতিল ভোটগুলো দেখাননি। বাতিল ভোট দেখানোর জন্য পোলিং এজেন্ট অনুরোধ জানালে প্রিসাইডিং অফিসার দেখানোর আশ্বাস দিয়েও পরে আর দেখাননি। ভোট গণনার আগেই প্রিসাইডিং অফিসার কৌশলে রেজাল্ট শিটে মিজানুর রহমান মিনার পোলিং এজেন্টের স্বাক্ষর নিয়ে নেন। লিখিত অভিযোগে বলা হয়, ভোট গণনার ধরন ও বাতিল ভোট নিয়ে প্রার্থী মিজানুর রহমান মিনার পোলিং এজেন্ট আপত্তি দিলেও প্রিসাইডিং অফিসার তা আমলে নেননি। প্রিসাইডিং অফিসার ঠিকমতো বৈধ ব্যালট পেপারও সংগ্রহ করেননি বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়। যে রুমে ভোট গ্রহণ করা হয়েছিল সেখানে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের দুটি ব্যালট পেপার পড়ে ছিল। সকালে তা কুড়িয়ে পাওয়া যায়। সাংবাদিক সম্মেলনে কুড়িয়ে পাওয়া দুটি ব্যালট পেপারের ফটোকপি দেখানো হয়। মেম্বার প্রার্থী মিজানুর রহমান মিনা জানান, বাতিল ভোটের মধ্যে আমার ভালো ভোট আছে। পুনঃগণনা করলে আমিই জয়ী হব। তিনি মধুহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পুনরায় গণনা ও বাতিল ভোট ভালোভাবে দেখার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুল ইসলাম, মধুহাটী গ্রামের হাসেম আলী ও শ্যামনগর গ্রামের কামাল হোসেনসহ মেম্বার প্রার্থী মিজানুর রহমান মিনার সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন