শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভাংগা উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট পেশ

ভাংগা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৯ এএম

গতকাল বিকেল ৪:০০ ঘটিকায় ভাংগা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভাংগা উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্নয়ন বাজেট (৩,২৮,০০,০০০/-টাকা) সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জনগনের সামনে তুলে ধরা হয়। ভাংগা উপজেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপ-পরিচালক, স্থানীয় সরকার ফরিদপুর। সংক্ষিপ্ত আকারে বাজেটের সারমর্ম জনসমক্ষে তুলে ধরেন ভাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তাদিরুল আহাম্মেদ। এরপর উপস্থিত সর্বস্তরের জনতা, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি, ছাত্র ও সাংবাদিকগন বাজেটের উপর আলোচনায় অংশ নেন। আলোচনায় বাজেট সংশ্লিষ্ট প্রায় সকল বিষয়ের উপর আলোকপাত করা হয়।এ সময় প্রশ্নের উত্তর দেন নির্বাহী কর্মকর্তা মুক্তাদিরুল আহাম্মেদ। ভাংগা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান তার বক্তব্যে সরকারের এস.ডি.জি ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন