শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দক্ষিন আফ্রিকার মর্যাদার লড়াই, শ্রীলঙ্কার লক্ষ্য টিকে থাকা

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ৩:০২ পিএম

বিশ্বকাপে আফগানদের বিপক্ষে জয় ছাড়া প্রতি ম্যাচেই আত্মসমর্থন করেছে দক্ষিন আফ্রিকা। তাই সেমির আশা ফুরিয়ে গেলেও আসরের ৩৫তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি প্রোটিয়ারা। শ্রীলঙ্কার টিকে থাকার ক্ষীণ আশা টিকিয়ে রাখার লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। চেষ্টার লি স্ট্রিটে লঙ্কানরা জয় পেলে পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ অনেকটাই বদলে যাবে। অন্যদিকে দক্ষিন আফ্রিকা জয় পেলে বাংলাদেশের সম্ভাবনায় কোন আঁচ পড়বে না।

পরিসংখ্যান:

মুখোমুখি লড়াইয়ে এশিয়ার দলটির চেয়ে ঢেড় এগিয়ে প্রোটিয়ারা। বিশ্বকাপেও এগিয়ে আছে ডু প্লেসিসের দল। আর সবশেষ ১৮ ম্যাচের ১৬টি ম্যাচের জয়ই দক্ষিন আফ্রিকার অধিকারে।

ওয়ানডে র‌্যাঙ্কিং:

দক্ষিন আফ্রিকা: ৫

শ্রীলঙ্কা: ৮

ওয়ানেডেতে মুখোমুখি:

মোট ম্যাচ: ৭৬টি

দক্ষিন আফ্রিকা জয়ী: ৪৩ ম্যাচ

শ্রীলঙ্কা জয়ী: ৩১ ম্যাচ

টাই: ১

পরিত্যক্ত: ১

বিশ্বকাপের লড়াই:

মোট ম্যাচ: ৫

দক্ষিন আফ্রিকা জয়ী: ৩

শ্রীলঙ্কা জয়ী: ১

টাই: ১

সবশেষ ১৯৯২ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপে দক্ষিন আফ্রিকাকে হারিয়েছে। এরপর সব ম্যাচেই দেখেছে হার।

শেষ ঝলকের অপেক্ষায় দক্ষিন আফ্রিকা

বিশ্বকাপে শুরু থেকেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি দক্ষিন আফ্রিকা। সাত ম্যাচে একটি মাত্র জয় নিয়ে আফগানিস্তানের ঠিক ওপরে দলটির অবস্থান। সেমির সম্ভাবনা না থাকলেও শেষ দুই ম্যাচ জিতে প্রাপ্তির খাতায় কিছু যোগ করতে চাইবে প্রোটিয়ারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন