বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পঞ্চগড়ে ভূমি খারিজে অতিরিক্ত অর্থ আদায়

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়ন ভূমি অফিসে খারিজ প্রদানের নামে হাজার হাজার টাকার উৎকোচ বাণিজ্যের অভিযোগ। ওই ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. নুর ইসলাম ভূমি মালিকদের নিকট হতে জমির খারিজসহ জমা-জমির কাজে হাজার হাজার টাকা উৎকোচ আদায় করে আসছে বলে অভিযোগ উঠেছে। একটি খারিজে সরকারের নির্ধারিত ফ্রি ১১৫০ টাকা হলে তিনি সর্বনি¤œ ৩ হাজার থেকে চার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ওই অফিস সূত্রে জানা গেছে, মো. নুর ইসলাম হাড়িভাসা ভূমি অফিসে গত ২৫/০৩/১৪ইং সালে যোগদান করেন। এরপর শুধুমাত্র ২০১৫ইং সালের জুন হতে ডিসেম্বর পর্যন্ত এই ছয় মাসে ১০৩টি খারিজ করেছেন। এতে দেখা যায়, তিনি শুধুমাত্র ওই ১০৩টি খারিজে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি পূর্বের মাসগুলিতে তিনি এর দ্বিগুণ উৎকোচ হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। এভাবে বছরে ভূমি মালিকদের নিকট থেকে নানা কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। ভূমির মালিকরা এতে হয়রানি ও হচ্ছে। এ ব্যাপারে তার সাথে কথা বললে, তিনি বলেন, আমি খারিজ করি না। আমি এ টাকা নিলে একা খাই না। কি লিখবেন লেখেন। এদিকে এলাকাবাসী জানায়, ওই অফিসের সদ্য বদলি হওয়া অফিস পিয়ন মোছাঃ মনোয়ারা বেগম দালালদের নিকট হতে এসব খারিজের কাগজপত্র সংগ্রহ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। কিছু কিছু ভূমি অফিসে দালালদের উৎপাত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন