শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ৩:১৮ পিএম

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। টসে জিতলে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন বলে জানান। আফগানিস্তান দলে দৌলত জাদরানের পরিবর্তে আজ দেখা যাবে হামিদ হাসানকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামেবে পাকিস্তান।

আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), রশিদ খান, হামিদ হাসান, মুজিব উর রহমান।

পাকিস্তান একাদশ: ইমাম ‍উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহিন আফ্রিদি।

শেষ চারে এগিয়ে যেতে পাকিস্তানের সামনে আফগানিস্তান

বিশ্বকাপের ৩৬তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। লিডসে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় খেলাটি অনুষ্ঠিত হবে। নিজেদের অষ্টম ম্যাচে বহু সমীকরন সামনে নিয়ে মাঠে নামবে পাকিস্তান। সেখানে তাদের জয় এগিয়ে নেবে তাদের। অন্যদিকে বাংলাদেশ সমর্থকেরা তাকিয়ে থাকবে আফগানদের একটি ভালোদিনের প্রত্যাশা নিয়ে। স্বাগতিক ইংল্যান্ডও একইভাবে লক্ষ্য রাখবে এই ম্যাচটির দিকে। ছোট ম্যাচ হলেও ম্যাচের তাৎপর্য অনেক, তা বলাই বাহুল্য।

পরিসংখ্যান:

মুখোমুখি পাক-আফগান লড়াইয়ের ইতিহাস খুবই ছোট। তাতে শতভাগ জয় নিয়েই এগিয়ে আছে পাকিস্তান। তবে আফগানদের লড়াকু মানসিকতা পার্থক্য গড়ে দিতে পারে ম্যাচের।

ওয়ানডেতে:

ম্যাচ: ৩

পাকিস্তান জয়ী: ৩

আফগানস্তিান জয়ী: ০

দু’দল এখন অবধি বিশ্বকাপে মুখোমুখি হয়নি। এবারই প্রথম বিশ্বমঞ্চে লড়াই করেছে দল দুটি। এর আগে অবশ্য এশিয়া কাপে দুবার দেখা হয়েছে তাদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন