বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বুড়িচং যুবদল সভাপতির ইন্তেকাল

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

স্ত্রীর কিডনি দিয়েও বাঁচানো গেল না কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জামাল উদ্দীন (৫৫) কে। তিনি গতকাল ২৮ জুন বেলা ১ টা ৩০ মিনিটে ঢাকার শ্যামলী কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। মো. জামাল উদ্দীন দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন অসুবিধাসহ কিডনি সমস্যায় ভুগছিলেন। কিডনির সমস্যা থেকে রক্ষা পেতে এবং স্বামীকে বাঁচাতে তার স্ত্রী কিছুদিন পূর্বে তাকে তার কিডনি দিয়েও প্রাণে বাঁচাতে পারেন নি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে, ছোট ভাই আত্মীয় স্বজনসহ দলীয় অনেক গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকাল ১০ টায় মরহুমের নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থান শিকারপুরে দাফন করা হয়। জানাযার নামাজে বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ ছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন