বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের কল্যাণে কাজ করার দৃষ্টান্ত রেখে যেতে চায়। তবে বর্তমান সময়ে অপসাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম প্রতিরোধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
গতকাল শনিবার সকালে কুমিল্লা সার্কিট হাউজের কনফারেন্স রুমে আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইন ও আচরণবিধি সম্পর্কিত মতবিনিময় সভায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান এসব কথা বলেন। প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরো বলেন, জেলা পর্যায়ের প্রকৃত সাংবাদিকদের তালিকাভূক্তির মাধ্যমে তাদের জীবনমান ও স্বার্থ সংরক্ষণের জন্য স্থানীয় সাংবাদিক নেতাদের ভূমিকা অপরিহার্য বলেও উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের মধ্যে দেশপ্রেম, নাগরিক মূল্যবোধ জাগ্রত করে মুক্তিযুদ্ধের চেতনায় মহানপেশা সাংবাদিকতাকে লালন করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সহসভাপতি সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকি তাপস, সাধারণ সম্পাদক দেশ রূপান্তর প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক যুগান্তর প্রতিনিধি আবুল খায়ের, সহসম্পাদক এস.এ টিভির প্রতিনিধি আবু মুসা এবং দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, দৈনিক ডাক প্রতিদিনের নির্বাহী সম্পাদক হাবিব জালাল, অনলাইন ভার্সন দৈনিক কুমিল্লার সম্পাদক মনির হোসেন, সাপ্তাহিক সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দিন দামাল, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আনোয়ার হোসেন, সিএনএন টিভির প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন