ব্রিটিশ যুবরাজ উইলিয়াম তার স্ত্রী কেট মিডলটনকে নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছেন। রোববার কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে এক টুইট বার্তায় ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের এই সফরের কথা ঘোষণা করা হয়।
বার্তায় বলা হয়, পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের আমন্ত্রণে আগামী বসন্তে পাকিস্তান সফরে যাচ্ছেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেট। খবর ডন।
লন্ডনের পাকিস্তান হাইকমিশন রাজপরিবারের এ সফরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের হাইকমিশনার নাফিজ জাকারিয়া বলেন, যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সুসম্পর্কই এ রাজপরিবারের আসন্ন সফরের মাধ্যমে প্রকাশ পাবে। এ সফরের মাধ্যমে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এই প্রথম পাকিস্তান সফরে আসছেন যুবরাজ উইলিয়াম। এর আগে ১৯৬১ ও ১৯৯৭ সালে পাকিস্তান সফরে এসেছিলেন ব্রিটিশ রাণী এলিজাবেথ। ২০০৬ সালে সফর করেন প্রিন্স অব ওয়েলস চার্লস। প্রিন্সেস অব ওয়েলস ডায়নাও কয়েকবার পাকিস্তান সফর করেছেন। তবে ডিউক ও ডাচেস অব সাসেস্ক যুবরাজ হ্যারি ও মেগান মার্কেল এই সফরে যোগ দিচ্ছেন না। তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, এই বসন্তে তারা তাদের আফ্রিকা সফরেই ব্যস্ত থাকবেন। সূত্র: ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন