আগামী মাস ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো সুরাহা করতে তিনি ঢাকায় আসছেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যে কর্মী পাঠাই, এগুলোতে অনেক সময় উল্টা-পাল্টা কাজ হয়। এসব বিষয় ঠিক করার জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন।
আবদুল মোমেন বলেন, ‘আমাদের বিশ্বাস, তিনি আসার পর মানুষ পাঠানোর ক্ষেত্রে যে কার্টেল (মধ্যস্বত্বভোগী চক্র) আছে, সেগুলো দূর হবে। ফলে বাংলাদেশ থেকে কর্মীরা হয়তো স্বল্প খরচেই মালয়েশিয়া যেতে পারবেন।’
মালয়েশিয়া হাইকমিশনের তথ্য বলছে, দেশটির নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করবেন। মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে ঢাকায় আসছেন সাইফুদ্দিন নাসুসন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন