টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বিক্ষোব্ধ এলাকাবাসী।
আজ রবিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্র্মসুচি পালিত করে। মানববন্ধন চলাকালে উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালায়। এতে মহাসড়কের দুইদিকেই দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে কালিহাতী উপজেলা প্রশাসন আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেয়।
উল্লেখ্য, গত ২৪ জুন বিকালে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে র্যাগিং করে সবুজ, সজীব, রাফিসহ ১৫-২০ জনের একদল যুবক হৃদয়ের উপর পৈশাচিক ভাবে নির্যাতন করে রড, স্ট্যাম্প ও ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন