শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

প্রতিবছর বিশ্বে ৪ কোটির বেশি মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। ৭০ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ। যার ৮৭ শতাংশই নি¤œ-মধ্যম আয়ের দেশে। বাংলাদেশে ৫৯ শতাংশ মৃত্যুর কারণই এই রোগ। প্রতিদিনই বাড়ছে এই অসংক্রামক রোগের প্রকোপ। যা দেশের জন্য বড় হুমকি। তাই লাইফ স্টাইলে বা জীবন যাত্রায় পরিবর্তনের মাধ্যমে এর নিয়ন্ত্রণ করার কথা বলেছেন বক্তারা। বক্তাদের মতে, ফাস্ট ফুড পরিহার করতে হবে। এ বিষয়ে সচেতনতা বাড়লে অসংক্রামক রোগ থেকে উত্তরণ সম্ভব।
গতকাল থার্ড আই কমিউনিকেশনের সহযোগীতায় মতিঝিলস্থ ঢাকা বিভাগীয় কার্যালয়ে ‘মেইনটেনিং হেলদি লাইফ স্টাইল টু এভোয়েড পসিবল নন কমিউনিক্যাবল ডিসিস’ শীর্ষক ওযার্কশপে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আলমগীর ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. হাসান ইমাম, উপ-পরিচালক দিলীপ কুমার রায়, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক লাইন ডিরেক্টর খন্দকার মাহফুজুল হক প্রমুখ।
বক্তারা জানান, দেশে সাধারণত ডায়াবেটিস, ক্যানসার, স্ট্রোক, হৃদ্রোগ, নিউমোনিয়া, হাঁপানি, উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগের প্রকোপ রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন