সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রোহিতকে জীবন দিলেন তামিম

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৪:০০ পিএম | আপডেট : ৪:১৮ পিএম, ২ জুলাই, ২০১৯

ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজের চতুর্থ বলে ডিপ স্কয়ার লেগে রোহিতের সহজ ক্যাচ ফেলে দেন তামিম। রোহিত তখন ব্যাক্তিগত ৯ রানে ব্যাট করছিলেন। ব্যক্তিগত প্রথম ওভারেই উইকেট পাওয়া তেকে বঞ্চিত হলেন মুস্তাফিজ। ভারতের এই ব্যাটসম্যান সম্পর্কে কমবেশি সবারই জানা। ওয়ানডেতে সর্বাধিক তিনটি ডাবল সেঞ্চুরির মালিক এই ব্যাটসম্যানকে জীবন দেয়া বাংলাদেশের জন্য কতটা মাশুল গুণতে হয় তা সময়েই বলে দেবে। এর আগে সাকিবও একটি সহজ ফিল্ডিং মিস করে চাররান উপহার দেন রাহুলকে। দিনের শুরুটা বাংলাদেশের জন্য অবশ্যই খারাপ গেলো। রোহিত ১১ রানে ও রাহুল ৮ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ৫ ওভারে বিনা উইকেটে ২১ রান।

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টসে জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রথমে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন। বিপক্ষে শুরুতে বোলিং করাটা খারাপ মনে করছেন না মাশরাফি। বাঁচা-মরার লড়াইয়ে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবো বলেছেন মাশরাফি।

দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। রুবেল হোসেন ও সাব্বির রহমান দলে ফিরেছেন। বাদ পড়েছেন মেহেদি মিরাজ ও চোটাক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে ভারত দলেও রয়েছে দুটি পরিবর্তন। ভুবেনেশ্বর কুমার ও দিনেশ কার্তিক দলে ফিরেছেন। বাদ পড়েছেন কুলদিপ যাদব ও কেদার যাদব।

ভারতীয় স্কোয়াড: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋশভ পান্ত, দিনেশ কার্তিক, মহেন্দ্র ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভুবেনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, যুগবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

স্বপ্নপূরণের ম্যাচে বাংলাদেশের সামনে ভারত

বিশ্বকাপের প্রথম ছয় ম্যাচে ভারত ছিল ‘অপরাজিত’ দল। কিন্তু তারা যে ‘অজেয়’ নয় তা বুঝিয়ে দিয়েছে ইংল্যান্ড। ভারতের দুর্বলতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলো স্বাগতিকরা। আজ বিশ্বকাপের ৪০তম ম্যাচে ভারতের বিপক্ষে সে কাজটিই করতে হবে বাংলাদেশকে। বার্মিংহামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় স্বপ্নপূরণ করার লড়াইয়ে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

বাঁচা-মরার লড়াইয়ে শক্তিশালী ভারতের বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে টাইগাররা। সেই আত্মবিশ্বাসের সুরই টাইগার দলপতির কন্ঠে, ‘ভারতের বিপক্ষে আমরা আত্মবিশ্বাসী। তারা অনেক শক্তিশালী দল। এধরনের বিগ ম্যাচে জিততে হলে তিন বিভাগেই ভালো করতে হবে। আমরা যে ম্যাচগুলো হেরেছি সেসব ম্যাচে সব বিভাগে ভালো করতে পারিনি। তবে আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করবো।’

পরিসংখ্যান:

আইসিসি ওয়ানডে র‌্যাংঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান আশানরূপ নয়। মুখোমুখি লড়াই কিংবা বিশ্বকাপ আসরের ম্যাচ-এগিয়ে আছে ভারত।

আইসিসি র‌্যাঙ্কিং:

ভারতের অবস্থান: ১

বাংলাদেশের অবস্থান: ৭

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে অবস্থান:

ভারত: ২ (পয়েন্ট ১১, ম্যাচ ৭)

বাংলাদেশ: ৭ (পয়েন্ট ৭, ম্যাচ ৭)

মুখোমুখি ওয়ানডে লড়াই:

ম্যাচ: ৩৫

ভারত জয়ী: ২৯

বাংলাদেশ জয়ী: ৫

পরিত্যক্ত: ১

বিশ্বকাপ লড়াইয়ে:

ম্যাচ: ৩

ভারত জয়ী: ২

বাংলাদেশ জয়ী: ১

পরিসংখ্যানও কথা বলছে ভারতের পক্ষে। দুই দলের মোট ৩৫ বারের দেখায় ভারত জয় পেয়েছে ২৯টিতে। অন্যদিকে বাংলাদেশের জয় ৫টিতে। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। তবে সব পরিসংখ্যান ভুলে মাঠের পারফর্ম্যান্সের দিকে চোখ থাকবে সবার।

২০০৭ বিশ্বকাপের পুণরাবৃত্তি চান মাশরাফি

১২ বছর আগে পোর্ট অব স্পেনে রাহুল দ্রাবিড়দের ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে রূপকথার গল্প লিখে বাংলাদেশ। ২০০৭ সালের সেই বিশ্বকাপের ম্যাচে ৩৮ রানে ৪ উইকেট নেন মাশরাফি। আজ আবার সেই ইতিহাস পুণরাবৃত্তি করতে চান চান টাইগার অধিনায়ক। 

আইসিসি র‌্যাংঙ্কিংয়ের শীর্ষ দলের মুখোমুখি হওয়ার আগে মাশরাফি বলেন, ‘আমাদের হাতে দুই ম্যাচ আছে (ভারত ম্যাচ সহ) এবং সেই ম্যাচগুলোতে ভাল খেলতে হবে। যদি আমরা জিতি তবে চমৎকার হবে কিন্তু দু’দলই (ভারত এবং পাকিস্তান) খুব শক্ত।’ 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন