স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
কুমিল্লার চৌদ্দগ্রামে হোমিও চিকিৎসক ও ইউনিয়ন পরিষদ মেম্বার মো. সোহরাওয়ার্দীর ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউপি আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য (মেম্বার) ডা. মো. সোহরাওয়ার্দী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, স্থানীয় একটি সন্ত্রাসী দল তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ওই চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৯ মে সন্ত্রাসীরা উপজেলার ধোড়করা বাজারে তার ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তিনি গত ১ জুন স্থানীয় শাকতলা গ্রামের পারভেজ, এমরান, জহির, রাসেল, শহীদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা তাকে ও তার লোকজনকে প্রাণনাশসহ বিভিন্নভাবে হয়রানীর হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন