রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আ.লীগ নেতার গুদাম ঘরের প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক দুলাল হোসেনের পদমপুর ধাপিয়াপুকুর নামক স্থানে গুদাম ঘরের প্রায় ২ লাখ টাকার মালামাল দিবালকে প্রকাশ্যে লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকটি বাড়ী তল্লাশি করে গুদাম ঘরের ১২টি টিন উদ্ধার করেছে। বাকি মালামাল এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। দুলাল জানান, পুলিশের উপস্থিতিতে ওই এলাকার নাসিরুল, সাদ্দাম, মুকসেদ, লিটন, সুমুনসহ তারা দলবদ্ধভাবে দুলালের পথরুদ্ধ করে তাকে লাঞ্ছিত করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দুলালকে উদ্ধার করে। এ ব্যাপারে দুলাল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন