মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকান্ডে চারটি দোকান ঘরের মালামাল ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকা-ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের হাটুভাঙা রোডে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন। জানা গেছে, রাত আনুমানিক ১২টার দিকে হাটুভাঙা রোডে অবস্থিত ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অগ্নিকা-ের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে আগুন একই মার্কেটের থাকা তৈরি কাপড়, মোবাইল ফোন ও হোমিও প্যাথিকের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন