ফেনী জেলা সংবাদদাতা : পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজারে এক অসহায় মুক্তিযোদ্ধার পৈত্রিক সম্পত্তি জবর দখল করেছে একটি সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্র। সরেজমিন পরিদর্শনে বাদীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অভিযোগ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর গ্রামে এক সময় ভুক্তভোগী এমরানুল করিম মজুমদার ভেন্টুর পৈত্রিক নিবাস ছিল। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবার পরিজন নিয়ে দেশপ্রেমিক এ মুক্তিযোদ্ধা ঢাকায় বসবাস করছেন। সত্য নগরের গ্রামের বাড়িতে পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি দেখাশুনার জন্য তিনি মাঝে মধ্যে এখানে আসেন। সম্প্রতি মনিপুর মৌজার ১২৯নং খতিয়ানের ১২৮৬নং দাগের সুবার বাজারে অবস্থিত ১২শতক জমি অবৈধ দখল করে সন্ত্রাসী ইসতিয়াক মজিব সাঈদ নিজের ইচ্ছেমতো মাটি ভরাট শুরু করে। স্থানীয় প্রশাসন এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের সাথে সাঈদের গভীর সখ্যতা থাকায় অসহায় এ মুক্তিযোদ্ধা পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে আসতে পারছেন না। পূর্বে মাঝে মধ্যে গ্রামের বাড়িতে নিজে আসলেও বর্তমানে সাঈদের লালিত সন্ত্রাসী বাহিনীর ভয়ে গ্রামছাড়া তিনি। শুধু সুবার বাজারের ১২ শতক নয় অসহায় মুক্তিযোদ্ধার বসতবাড়িসহ অন্যান্য ফসলি জমিও দখলের ষড়যন্ত্রে লিপ্ত ভূমি দস্যু সিন্ডিকেট চক্র। সম্পত্তি হারিয়ে বিচারের দাবিতে অসহায় মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছে। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে মুক্তিযোদ্ধার জমিতে মাটি ফেলে ঘর তৈরির উদ্যোগ নিচ্ছে সাঈদ। এ বিষয়ে প্রতিকারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফেনী জেলা পুলিশ সুপার এবং র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে অবহিত করা হয়েছে। অবিলম্বে এ ভূমিদস্যু সাঈদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। আনিত অভিযোগের বিষয়ে জানতে সাঈদের কাছে ফোন করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন