কালিগঞ্জের নাজিমগঞ্জ, নলতা, বালিয়াডাঙ্গা, রতনপুর নুরনগর, কদমতলা, মৌতলা থানা সদরসহ ছোট বড় সকল হাট-বাজারে অপরিকল্পিতভাবে সোনার দোকান গড়ে ওঠায় এবং এসিড নিয়ন্ত্রন বিধি মেনে না চলায় পরিবেশ মারাত্মকভাবে দুষিত হচ্ছে। এসব সোনার দোকানে নাইট্রিক এসিডের বিষাক্ত ধোয়া জনস্বাস্থের জন্য মারাত্মক হুমকি হওয়া সত্বে ও কোন প্রতিকার নেই। জনসাধারণ অভিযোগ করেও কোন ফল পাচ্ছে না। বরং দিনের পর দিন প্রশাসনের অনুমতি ছাড়াই ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে সোনার দোকান। আইন অনুযায়ি প্রত্যেকটি সোনার দোকানে সোনা গলানোর জন্য ভিন্ন একটি কক্ষ বা রুমের উপর থাকবে চিমনি। এসব দেখে শুনে লাইসেন্স দেয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না।
জানা যায়, নাইট্রিক এসিডের ধোয়া বিষাক্ত এবং মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধোয়া থেকে ফুসফুসের রোগ হার্টএট্যাকসহ বিভিন্ন রোগের সৃষ্টি হয়। কালিগঞ্জে বিভিন্ন হাটবাজারে ছোট বড় শতাধিক সোনার দোকানের মধ্যে অধিকাংশ লাইসেন্স নেই। প্রশাসন এ বাপারে নিরব ভূমিকা পালন করে থাকে তবে সংশিষ্ট পরিদর্শক এসে পরিদর্শনের নামে মোটা অংকের উৎকোচ নিয়ে চলে যায় বলে অভিযোগ রয়েছে। এ বাপারে সরকারিভাবে কঠোর পদক্ষেপ গ্রহন করা উচিত বলে অভিজ্ঞ মহল মনে করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন