শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হরিপুর ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

সুন্দরগঞ্জ উপজেলার ১১নং হরিপুর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে গত ৮ মাসে মাত্র ১৫ দিন ইউনিয়ন পরিষদে কাজ করাসহ বিভিন্ন অনিয়ম, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য, সদস্য ও জনসাধারণের সঙ্গে অসৌজন্য মূলক আচরণের অভিযোগ উঠেছে। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের লিখিত অভিযোগ দেয়ার মাস পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অভিযোগে জানা যায়, ইউপি সচিব জাহাঙ্গীর আলম ২০১৫ সালের ২৩ আগস্ট ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউপি থেকে বদলি হয়ে হরিপুর ইউপিতে সচিব হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য, সদস্য ও জনসাধারণের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। সচিব নেশাগ্রস্ত থাকায় পরিষদের কারো সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেন না। তিনি বিগত ৮ মাসে মাত্র ১৫ দিন ইউনিয়ন পরিষদে কাজ করেন। গত ফ্রেব্রুয়ারি মাস থেকে অদ্যবধি ৩ মাস পরিষদে যাননি। যার কারণে ইউপির কার্যক্রমের বিঘœসহ জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া সচিবের কারণে ইউপির নিরিক্ষার কাজও ব্যাহত হচ্ছে। পাশাপাশি ২০১৫-১৬ অর্থ বছরের এল.জি.এস.পির প্রথম পর্যায়ের কাজ সমাপ্ত হলেও যৌথ হিসেবে ইউপি সচিব চেক বহিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ঠিকাদারকে জামানতের টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। এ নিয়ে ইউপি কার্যালয়ে গত ১৭ এপ্রিল এক সভায় জাহাঙ্গীর আলমকে বদলী করে একজন নতুন সচিব নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে জাহাঙ্গীরের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম জানান, সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন