শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারী চাকুরীজীবীদেরকেও মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্টের আওতায় আনা হবে। ‘মাদক নির্মূলে সামাজিক দায়িত’ শীর্ষক মতবিনিময় সভায় নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন একথা বলেন। নাটোরে বৃহস্পতিবার বেলা ১১টায় চলন্তিকা গণপাঠাগারের উদ্যোগে ও ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে শহরের বড়গাছা এলাকার সাথী সংস্থার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলন্তিকা গণপাঠাগারের নির্বাহি পরিচালক মোঃ শিবলি সাদিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নাটোর এনজিও এ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাতি রাণী বসাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি রিসোর্স সেন্টারের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ জালালুম বাইয়িদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শফিকুল ফেরদৌস ও ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অমর ডি কস্তা। তাছাড়াও নাটোর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন