শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

টাঙ্গাইলে বিচার দাবিতে প্রতীকী ধর্মঘট

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

টাঙ্গাইল পৌর এলাকা বেড়াবুচনা বউবাজারের ফার্নিচার ব্যবসায়ী মহর আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতীকী ধর্মঘট করেছে জেলা মৎস্য ব্যবসায়ী সমিতি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় পার্কবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা টাঙ্গাইল পৌর শহরের ৭ টি বাজারের মাছ বিক্রি বন্ধ রেখে আধা ঘন্টাব্যাপী প্রতীকী ধর্মঘট পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, জেলা মৎস্য ব্যবসায়ী সাধারণ সম্পাদক আমির হামজা ও মাতাব্বর আনিসুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মৎস ব্যবসায়ীর ছেলে মহর আলীর হত্যার রহস্য উম্নোচন ও দোষিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, দ্রুত ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেফতার করতে না পারলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন