শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘ডিএনসিসির জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে’

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অনেক জায়গায় স্কুল, বাসা-বাড়ি, দোকানপাট অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তিনি বলেন, অবৈধ দখলে থাকা স্থাপনাগুলো জনস্বার্থে উচ্ছেদ করা জরুরী হয়ে পড়েছে। শিগগিরই এসব উচ্ছেদ করা হবে। গতকাল বৃহস্পতিবার কালশী, পলবী, বেনারশী পল্লী, মিরপুর সেকশন ১১ এর বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এসব এলাকার বেশ কয়েকটি স্থানে অবৈধ দখলের কারণে ফুটপাত, ড্রেন ও সড়কের নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে মেয়র সকলের কাছে সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
পরিদর্শনকালে প্যানেল মেয়র জামাল মোস্তফা, ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মানিক, আব্দুর রউফ নান্নু, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরিফ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন