শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ৭:১৪ পিএম

মশুরীখোলা দরবার শরীফে সুন্নীয়াতের অগ্রযাত্রাকে বেগমান করা ও দরবারের কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘মশুরীখোলা আঞ্জুমানে আহ্সানিয়া বাংলাদেশ’ নামে একটি ত্বরীকতভিত্তিক অরাজনৈতিক সংগঠনের গত বছর ১১ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মশুরীখোলা দরবার শরীফে গত বৃহস্পতিবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মশুরীখোলা দরবারের গদ্দিনশীন পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান। অনুষ্ঠানে দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মদ হাবিবুল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাফেজ সৈয়দ বদরুদ্দোজা জুনায়েদ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ্ মুহাম্মদ সাইফুজ্জামান এরফান। 

এছাড়া সারাদেশে জেলা, থানা, ইউনিয়ান পর্যায়ে মশুরীখোলা আনজুমানে আহসানিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন