টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবকদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের রেজিস্ট্রিপাড়া সিলমি কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবকদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় স্বেচ্ছাসেবকদলের থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রয়াত স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
স্বচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আব্দুর রউফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা কাজী শফিকুর রহমান খান লিটন, হাসানুজ্জামিল শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন