ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলা ও ভবিষ্যতে যেন আদর্শ নাগরিক হিসেবে জনসম্পদে পরিণত হয়ে দেশ সেবায় ভূমিকা রাখতে পারে সে লক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা জামালপুর গ্রামের আসিয়া বারি আদর্শ বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও এ মেলার আয়োজন করে। গতকাল রোববার বেলা ১২টার দিকে বিদ্যালয় সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। ইউনাইটেড ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় বিডি এডুকেশনের সার্বিক পরিচালনায় আসিয়া বারি আইসিটি এন্ড সাইন্সক্লাব এ মেলার আয়োজন করে।
এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.হুমায়ুন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম, আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের উপদেষ্টা ও সিনিয়র শিক্ষক তাপস কুমার রায়, মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল, আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম জুয়েল।
মেলায় ১৩টি ক্যাটাগরিতে আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেলাটি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। মেলায় ভূমিকম্প অ্যালার্ম, মোবাইল অ্যাপস, ডিজিটাল রাস্তা, সোলার জাহাজ, সোলার কার, হাইড্রোলিক লিফট, রোবট, ডিজিটাল এয়ারপোর্ট, এক্সপাওয়ার ডিভাইস, এয়ার কুলার ইত্যাদি প্রদর্শন করা হয়। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি এমন উদ্ভাবনা দেখে মুগ্ধ হন অতিথিবৃন্দসহ দর্শনার্থীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন